দুর্নীতিমুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রতিজ্ঞাবদ্ধ: পলক

0

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘দলের মধ্যে চলমান শুদ্ধি অভিযান প্রধানমন্ত্রীর একটি সাহসী পদক্ষেপ। এর ফলে তিনি দেশবাসীর সাধুবাদ পাচ্ছেন। দুর্নীতিমুক্ত দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বাংলাদেশকে প্রযুক্তি নির্ভর ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করবেন।’ 

রবিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইসিটি কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমাদের যুব সমাজ যাতে ঘরে বসে বিশ্বব্যাপী কর্মস্থানের সুযোগ পায়, সে বিষয়ে কাজ করছে সরকার। কয়েক বছরের মধ্যেই আইটি সেক্টরে আমাদের তরুণ সমাজ তাদের শক্ত আসন গড়ে নেবে।’

এর আগে মন্ত্রী চুয়াডাঙ্গার জীবননগরে প্রস্তাবিত হাইটেক পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। জেলা আইসিটি কমিটির সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন ইনফো সরকারের প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শেখ সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com