পাকিস্তানে গ্রেফতার ৮, উচ্চ আদালতে পিটিশন দায়ের করবে ইমরানের দল
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) আট ব্যক্তিকে গ্রেফতার করেছে। পাকিস্তানের পাঞ্জাব থেকে তাদের গ্রেফতার করা হয়। পিটিআই নেতা ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পর ওই আট ব্যক্তি সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমালোচনা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। খবর ডনের।
আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় জানায়নি এফআইএ। তবে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা আসাদ ওমর বলেছেন, ‘পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া কর্মীদের হয়রানি করায় আদালতের স্মরণাপন্ন হবেন তারা। আজ বুধবার এ বিষয়ে উচ্চ আদালতে পিটিশন দায়ের করা হবে।’
উল্লেখ্য, গত শনিবার মধ্যরাতে ইমরান খানকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে বিরোধী দলীয় জোট। সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার ক্ষমতা হারিয়েছেন ইমরান; এমন গুঞ্জন আছে। যদিও কোনো পক্ষই এমন দাবি স্বীকার করেনি। তবে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরপরই সেনাপ্রধানের তীব্র সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরই মাঠে নামে এফআইএর সন্ত্রাসবিরোধী সংস্থা।