পুতিনের ঘনিষ্ঠ মিত্রকে মুক্তি দিতে যে শর্ত দিল ইউক্রেন

0

ইউক্রেনে আটক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র ভিক্টর মেদভেরচুককে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চায় ইউক্রেন।

পুতিনের মিত্রকে নিতে হলে রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ছেড়ে দিতে হবে। বুধবার সকালে এই শর্তের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আনাদুলোর।

টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করে জেলেনস্কি বলেন, যারা এখন রাশিয়ান বন্দিদশায় রয়েছে, তাদের মুক্তি দেওয়ার বিনিময়ে এ লোকটিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব করেছি রাশিয়ান ফেডারেশনকে।

তিনি আরও বলেন, সামরিক ছদ্মবেশ ব্যবহার করা তার জন্য বিশেষ নিন্দনীয় কাজ। তার মতো একজন সৈনিক এভাবে নিজেকে ছদ্মবেশ ধারণ করার চেষ্টা করল কী করে?

যুদ্ধকালে মেদভেরচুকের সামরিক পোশাক পরা মানে যুদ্ধকালীন নিয়মের আওতায় পড়া বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

এর আগে মঙ্গলবার ভোরে বিশেষ অভিযানে পলাতক এই নেতাকে আটকের কথা স্বীকার করেন জেলেনেস্কি। টেলিগ্রামে মেদভেদচুকের একটি ছবি শেয়ার করে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তা পরিষেবাকে ধন্যবাদ (এসবিইউ) বিশেষ এই অপারেশনটি করার জন্য। ভালো হয়েছে!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com