বকশীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বজ্রপাতে লাল্টু মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ৩টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল্টু মিয়া (২৬) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী খানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, আইরমারী খানপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে লাল্টু মিয়া ক্ষেতে কাজ করছিল। বেলা সাড়ে ৩ টারদিকে ক্ষেতে কাজ করার সময় বৃষ্টির সাথে বজ্রপাত হলে লাল্টু মিয়া ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা লাল্টু মিয়ার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে