বিশ্ব ধনীদের তালিয়ায় শীর্ষে ইলন মাস্ক
সম্পদের প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের তুলনায় ১০০ বিলিয়ন ডলার বেশি সম্পদ নিয়ে বিশ্বের সেরা ধনীর তালিয়ায় শীর্ষ স্থানে রয়েছেন ইলন মাস্ক। টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ৫০ বছর বয়সী মাস্কের সম্পদের পরিমাণ প্রায় ৩০০ বিলিয়ন ডলার (প্রায় ২৫ লাখ ৫০ হাজার কোটি টাকা)।
যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তালিকার সর্বশেষ সংস্করণে এই তথ্য জানা যায়।
সিএনএনের প্রতিবেদন বলা হয়েছে, ইলন মাস্ক এখন কালজয়ী বিনিয়োগকারী ও বার্কশায়ার হ্যাথাওয়ের সিইও ওয়ারেন বাফেটের চেয়ে দ্বিগুণেরও বেশি সম্পদের মালিক।
মাইক্রোসফটের দুই সাবেক সিইও বিল গেটস (১৩৬ বিলিয়ন) ও স্টিভ বলমারের (১০০ বিলিয়ন) সমন্বিত সম্পদের চেয়েও ইলন মাস্কের সম্পদ বেশি। একই কথা বলা যায় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ (১২০ বিলিয়ন) ও সের্গেই ব্রিনের (১১৫ বিলিয়ন) ক্ষেত্রেও।
তবে বিশ্বব্যাংক তার হিসাব অনুযায়ী বলছে, মাস্কের সম্পদ তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকার মোট দেশজ উৎপাদনের চেয়ে মাত্র ৩৫ বিলিয়ন ডলার কম। মাস্কের মোট সম্পদ কলম্বিয়া, ফিনল্যান্ড, পাকিস্তান, পাকিস্তান, চিলি ও পর্তুগালের জিডিপিকে ছাড়িয়ে গেছে।