ইসরাইলের দিন শেষ হয়ে আসছে: হামাস

0

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের এক শীর্ষ নেতা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইলের সেনারা এবং দখলদার অবৈধ বসতি স্থাপনকারীরা পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে ফিলিস্তিনি মুসলমানদের ওপর গত কয়েক দিন ধরে যে বর্বরতা চালাচ্ছে সে ব্যাপারে সংগঠনটি চূড়ান্তভাবে ধৈর্য হারিয়ে ফেলছে।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা ইসমাইল রেজওয়ান মঙ্গলবার এ  হুশিয়ারি দেন। খবর আল-মায়াদিন ও প্রেসটিভির।

তিনি বলেন, হামাসের ধৈর্যকে পরীক্ষা করবেন না, ফিলিস্তিনি মুসলমানদের ওপর চালানো বর্বরতার কারণে হামাস যোদ্ধাদের ধৈর্য চূড়ান্তভাবে শেষ হয়ে আসছে।

হামাস নেতা ইসমাইল রেজওয়ানের এ বক্তব্য লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন তুলে ধরেছে।

তিনি বলেন, আমরা সব পক্ষকে এবং মধ্যস্থতাকারীদের ইসরাইলিদের সঙ্গে বৈঠকের কর্মসূচি বাতিল করার আহ্বান জানাই। কারণ এ ধরনের বৈঠকের মধ্য দিয়ে ইসরাইলিরা ফিলিস্তিনি জনগণের ওপর অপরাধ চালিয়ে যাওয়ার বৈধতা পাচ্ছে।

পবিত্র রমজান শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইলের সেনারা পূর্ব বায়তুল মুকাদ্দাসের দামেস্ক গেটে ফিলিস্তিনি মুসলমানদের ওপর দফায় দফায় হামলা চালিয়ে আসছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com