বিদেশিদের দাসত্ব করার থেকে থেকে মৃত্যু ভালো: ইমরান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিদেশিদের দাসত্ব করার থেকে মৃত্যু ভালো।

সোমবার পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে এক প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী ইমরান খান। এই অনুষ্ঠানে বিদেশি ঋণ প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

ইমরান খান  বলেন, আমি জাতিকে সব সময় বলতে চেয়েছি, শুধুমাত্র ঋণের কারণে কোনো দেশের গোলামি করা যাবে না। ঋণ নেওয়ার থেকে বরং মৃত্যু ভালো।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যখন বিদেশি দেশের প্রেসিডেন্টের কাছে বসে পাকিস্তানের কোনো নেতা পড়ার জন্য কাগজ ধরিয়ে দেন, ২০ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশের জন্য সেটা অপমানের।

এই অনুষ্ঠানে সিন্ধু প্রদেশের রাজধানী করাচির এক ব্যক্তি ইমরান খানকে বলেন,  সরকারের কোনো উদ্যোগই তাদের শহরের বাসিন্দাদের স্বাস্থ্য এবং আর্থিক সংকট মোকেবেলায় কোনো প্রভাব ফেলেনি।

জবাবে ইমরান খান বলেন, ওই এলাকা ১৮তম সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের প্রধান দুই বিরোধীদল দখল করেছে। তবে আগামী নির্বাচনে সিন্ধুতে তার দল জয় লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে রোববার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ‘অসাংবিধানিক’ বলে খারিজ করে দেন পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপর ইমরান খানের পরামর্শ মেনে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। অন্যদিকে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান বিরোধীরা।

স্পিকারের অনাস্থা প্রস্তাব খারিজের বিষয়ে আজ (মঙ্গলবার) আদেশ দিতে পারেন আদালত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com