আইজিপি-ডিএমপি কমিশনারকে ক্ষমা চাওয়ার আহ্বান বিএনপির

0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘জাতীয় স্থায়ী কমিটি’র সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভার এমন সিদ্ধান্তের তথ্য বুধবার (৩০ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয়।

এতে বলা হয়, ‘বিচারবহির্ভূত হত্যা ও গুমের অপরাধে অভিযুক্ত মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের ঔদ্ধত্যপূর্ণ উক্তি, অপেশাদার আচরণ, হুমকি ও অব্যাহত মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি।’

‘কমিটির সভায় সর্বসম্মতভাবে বলা হয়ে, এ ধরনের মন্তব্য শুধু শিষ্টাচার বিবর্জিত নয়, তা রাষ্ট্রের জন্য এবং গণতন্ত্রের জন্য বিপজ্জনক। অবিলম্বে এমন বক্তব্যের জন্য আইজিপি ও ডিএমপি কমিশনারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হচ্ছে’ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com