বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করায় বিএনপির উদ্বেগ
বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৯ মার্চ) দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বুধবার (৩০ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হঠাৎ ১৭ হাজার ২৮২ জন বীর মুক্তিযোদ্ধার মাসিক ভাতা বন্ধ করে দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি। সেই মুহূর্তে এ ধরনের পদক্ষেপ সাধারণ মুক্তিযোদ্ধাদের আর্থিক সংকটে ফেলবে। অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অজুহাতে কোটি কোটি টাকা ব্যয় করে ভারতীয় শিল্পিকে এনে কনসার্ট করছে সরকার। সেখানে প্রধানমন্ত্রী অংশ নিয়ে দেশবাসীকে হতাশ করেছে। তাই বীর মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বন্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।
এতে আরও বলা হয়, ৪ কোটি টাকা ব্যয়ে বিমানের ঢাকা-টরন্টো পরীক্ষামূলক ফ্লাইটে কর্মকর্তাদের প্রমোদ ভ্রমণ। অন্যদিকে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন। যেহেতু অনির্বাচিত সরকার, তাই কোনো দায়বদ্ধতা নেই। জনগণের দুর্ভোগ ও দুঃখ কষ্ট লাঘবের কোনো উদ্যোগও নেই এ সরকারের।