রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে, আর সেটা আমরা করবোই: আমীর খসরু

0

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর যারা গণতান্ত্রিক শক্তির পক্ষে থাকবে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩০ মার্চ) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রতীকী গণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, রাজপথেই সরকারের পতন ঘটাতে হবে। আর সেটা আমরা করবোই।

তিনি বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতা এতো নিচে নেমে গেছে যে দৈনন্দিন জীবনে তারা হিমসিম খাচ্ছে। নিম্ন আয়ের বহু মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই যে মাথাপিছু আয়ের বক্তব্য তারা (সরকার) প্রতিদিন দিচ্ছে, মাথাপিছু আয়ের প্রকৃত সঠিক চিত্র হচ্ছে- আরও বেশি বাংলাদেশের মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এটাই হচ্ছে সত্য।

বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনা সরকারের পতন না ঘটলে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে অবস্থা তার অবসান ঘটবে না। কারণ আওয়ামী লীগের চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। তাই এই সরকারের পতন ছাড়া দ্রব্যমূল্যের দাম আগামী দিনে কমার কোনো সুযোগ থাকবে না।

ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান মো. সালাহউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকের সঞ্চালনায় অনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ ঢাকা জেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com