ফুলবাড়ীতে ইয়াবা ফেন্সিডিলসহ আটক ২

0

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পৃথকভাবে ভারতীয় ইয়াবা ও ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের মৃত আবুতালেব ব্যাপারীর ছেলে মতিয়ার রহমান (৪০) ও পার্শ্ববর্তি নাগেশ্বরী উপজেলার নিলুর খামার গ্রামের রহমত মিস্ত্রীর ছেলে আল-আমিন (৩৮)।

পুলিশ জানায়, ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে উপজেলার ব্যারাকুটি সীমান্তবর্তি এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ফেন্সিডিলসহ আল-আমিন নামের মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে।

অপর দিকে উপজেলার খোঁচাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মতিয়ার রহমান নামের মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।

ফুলবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com