সিন্ডিকেটের কথা বলে সরকারকে আড়াল করা হচ্ছে: মান্না

0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‌‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য যারা বলে সিন্ডিকেট সব করছে, তারা সরকারকে আড়াল করতে চায়। সবচেয়ে বড় সিন্ডিকেট এ সরকার।’

মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনদুর্ভোগ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক আয়োজন করে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ঢাকা মহানগর কমিটি।

টিসিবির পণ্য বিক্রি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন টিসিবির লাইনে প্যান্ট-শার্ট পরে মধ্যবিত্ত, স্বচ্ছল মানুষ পণ্য নিচ্ছে। উনার এ বক্তব্যের কিছুদিন পরই দেখলাম, চট্টগ্রামে টিসিবির পণ্যের ট্রাকের পেছনে শ’দুয়েক মানুষ দৌড়াচ্ছে। এগুলো দুর্ভিক্ষের সিনেমার দৃশ্য হিসেবে দেখানো যায়। এ রকম করুণ দৃশ্য সবখানে। পাঁচ থেকে ছয় ঘণ্টা দাঁড়িয়ে থেকে মানুষ পণ্য পায় না।’

গত ১৩ বছর ধরে কোনও ভোট হয়নি মন্তব্য করে মান্না বলেন, ‘এ সরকার ভোট ডাকাতি করে নিয়ে যায়, টাকা তো ডাকাতি করবেই। তারা ক্ষমতায় থাকার জন্য যা যা করা দরকার করছে।’

অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশে রকেটের গতিতে উন্নয়ন হচ্ছে বলা হয়। এই রকেটের গতিতে উন্নয়নের ফলে মানুষ নিষ্পেষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, ন্যায্য অধিকার পাচ্ছে না।’

তিনি বলেন, ‘দ্রুত গতির উন্নয়নের ফলে দেশে কোটিপতি বাড়ার হার পৃথিবীতে সর্বোচ্চ। একইসঙ্গে একটা বিরাট জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে, অত্যন্ত কষ্টের মধ্যে জীবন-যাপন করছে।’

সুজনের ঢাকা মহানগর কমিটির সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের নেতা আবদুল্লাহ কাফি, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসাইনসহ অন্যরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com