২৬শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন: গয়েশ্বর
২৬শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন সেটিকে একটি পক্ষ বিতর্কিত করে ৭ই মার্চের সাথে গুলিয়ে ফেলছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেছেন, ২৬শে মার্চ জিয়াউর রহমান সমগ্র জাতির মুক্তির জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ইতিহাস কোনো রূপকথার গল্প কিংবা উপন্যাস নয়। সঠিক ইতিহাস বিকৃত করা যায় না।
গতকাল রোববার সন্ধ্যায় মহান স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপন ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে মালয়েশিয়া যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি যোগ দেন তিনি।
এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় ও দলীয় সংগীতের পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের মূল পর্ব।