আ.লীগের আমলে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত: আফরোজা আব্বাস
বিএনপি সরকার নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
তিনি বলেন, বর্তমান (আওয়ামী লীগ) সরকারের আমলে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা এ অবৈধ সরকারের পদত্যাগ চাই। এ অবৈধ সরকারের মায়ের মমতা আমরা চাই না।
সোমবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পঞ্চগড় জেলা মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, চারিদিকে মানুষ না খেয়ে আছে। আর তারা সাধারণ জনগণের কষ্টে উপার্জিত টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। আমরা মুক্তি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা বাক স্বাধীনতা চাই। আমাদের দেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই।
জেলা মহিলা দলের সভাপতি রীনা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, মমতাজ বেগম লিপি, রেজেকা সুলতানা ফেন্সী, জিন্নাত আরা রোজী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, সাবেক মেয়র তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা আদম সুফী, রেজাউল করিম শাহীন, মির্জা নাজমুল ইসলাম কাজল, সুলতানা রাজিয়া, লাইলী বেগম, লায়লা আঞ্জুমান্দ বানু মুক্তি।