আ.লীগ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে: বিএনপি
স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ বারবার ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার (২৭ মার্চ) বিকেলে চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড ময়দানে ‘মুক্তিযুদ্ধের সূচনা সমাবেশে’ এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা করেছেন। ইচ্ছে করলেই জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না।
এসময় পুলিশকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, পুলিশ জনগণের সেবক। আওয়ামী লীগ আজীবন ক্ষমতায় থাকবে না। র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে। এখন আর কার ওপর নিষেধাজ্ঞা আসে তা দেখার বিষয়। তাদের নির্দেশে গুম-খুন হয়েছে। এখন জনগণের নিষেধাজ্ঞা আপনাদের ওপর আসবে। এই নিষেধাজ্ঞা লজ্জার।
তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে। দিনের ভোট নেয় রাতে। ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সরকার গঠন করেছে। এখন সময় এসেছে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও আওয়ামী লীগ সরকার ডিগবাজি খেয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তারা বলেছে রাশিয়ার যুদ্ধে ভোট দেবে না। কয়দিন আগে আমেরিকা থেকে ধমক খেয়ে ইউক্রেনকে ভোট দিয়ে দিয়েছে।
তিনি বলেন, এ সরকার ৩৫ লাখ মানুষের নামে মামলা দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের গুম-খুন করা হচ্ছে। মামলা-গুম-খুন করে জনগণকে দমিয়ে রাখা যাবে না।
এসময় বিএনপি মহাসচিব বলেন, সরকার পতনে জনগণকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকেই নতুন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে।