বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বিএনিপির সমর্থন

0

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার (২৮ মার্চ) দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি। সবসময়ই জনগণের রাজনীতি করে বিএনপি, তাই জনকল্যাণে যেকোন দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন।

রবিবার (২৭ মার্চ) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে এ সমর্থন জানানো হয়।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতির মুখে দেশের মানুষকে রক্ষায় আগামীকাল ২৮ মার্চ বাম গণতান্ত্রিক জোট যে হরতাল ডেকেছে। যেসব রাজনৈতিক দল ও সংগঠন এই হরতালে সমর্থন দিয়েছে এবং যেসব দল জনগণের জন্য রাজনীতি করে; সবাইকে হরতালের সমর্থনে রাজপথে নেমে আসার আহ্বান জানান তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com