হরতালের সমর্থনে রাজধানীতে নাগরিক ঐক্যের মশাল মিছিল

0

দ্রব্যমূল্য কমানোর দাবিতে ও ২৮ মার্চের হরতালের সমর্থনে রাজধানীতে মশাল মিছিল করেছে নাগরিক ঐক্য।

‘দ্রব্যমূল্য কমাতে হবে, নইলে গদি ছাড়তে হবে।

’ব্যানার নিয়ে নাগরিক ঐক্যের ঘণ্টাব্যাপী মিছিলটি শনিবার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টন মোড় থেকে শুরু হয়। যা কাকরাইল নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় পল্টন, প্রেসক্লাব প্রদক্ষিণ করে তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে নিত্যপ্রয়োজনীয় পণ্যে দাম বাড়ায় সরকারকে দায়ী করে ক্ষোভ প্রদর্শন এবং এজন্য জনগণকে ২৮ তারিখ অর্ধদিবস পরিবহন-দোকানপাট বন্ধ রেখে, মাঠে নেমে হরতাল সফল করতে আহ্বান জানিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com