স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

0

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ছাত্রদলের এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বিবৃতিতে অভিযোগ করেছেন, ‘ছাত্রদল সারা দেশে স্বগর্বে ও গৌরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন কর্মসূচি যথাযথ নিয়মে পালন করেছে। কিন্তু তারপরও ছাত্রলীগের হিংস্রতা প্রদর্শন বন্ধ থাকেনি।

বিবৃতিতে বলা হয়, মহান দিবস উদযাপনকে কেন্দ্র করে তাদের পৈশাচিকতার শিকার হন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম ভূইয়া, নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সদস্য সচিব শেখ রবিন এবং ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণসহ অনেকে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com