দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান বিএনপির

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনও সময় আছে পদত্যাগ করুন এবং নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় পালানোর পথ খুঁজে পাবেন না।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এ র‌্যালির মাধ্যমে যে কথা বা বাণী পৌঁছিয়ে দিতে চাই শেখ হাসিনার কানে, এ অবৈধ সরকারের কানে যে, তোমার দিন শেষ। এ র‌্যালি থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই এখনও সময় আছে আমরা শেখ হাসিনা ও তার সরকারকে বলতে চাই পদত্যাগ করুন, দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় আপনারা পালাবারও পথ খুঁজে পাবেন না। সব ডিক্টেটর, সব স্বৈরাচারীর, সব ফ্যাসিবাদীর যে পরিণতি হয়েছে আপনাদেরও সেই একই পরিণতি হবে। ’

গতকাল শনিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহান স্বাধীনতা দিবসের শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানসহ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আজকে সারাদেশের মানুষ ৫০ বছর পরে এ আক্ষেপ করছে যে, আমরা ৫০ বছর হলো স্বাধীন হলাম, একটা স্বাধীনতা ফিরিয়ে আনলাম, কী পেয়েছি আমরা? আজকে আমাদের কথা বলার স্বাধীনতা নেই, আজকে আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবার স্বাধীনতা নেই। মানুষের গণতান্ত্রিক কোনো অধিকার নেই। আজকে দেশের অর্থনীতি ধ্বংসের পথে চলে গেছে। চাল-ডাল-তেল-লবণ সবকিছুর দাম এমনভাবে বেড়ে গেছে যে, সাধারণ মানুষ তা কিনতে পারে না। আজকে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। আবার নাকি গ্যাসের দামও নতুন করে বাড়াবে?’

খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা, ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুনসহ সরকারের নিপীড়ন-নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ‘এ অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আজকে সব অন্যায়কে পরাজিত করতে হলে, গণতন্ত্র ফিরে পেতে হলে, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত জাতি ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করে এ ভয়াবহ দানবীয় যে ফ্যাসিস্ট সরকার আছে তাকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আজকে সময়ের দাবি, জনগণের দাবি এ সরকারকে হটাতে হবে। আমরা এ সমাবেশ থেকে বলতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ চাই, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই।

ড. মোশাররফ বলেন, ‘এমন নির্বাচন দিতে হবে যে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। দেশের জনগণ নিজের হাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এদেশের যত সংকট সব সমস্যার সমাধান করবে। ’

সরকারের পতনের জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করারও আহ্বান জানান বিএনপির এ বর্ষিয়ান নেতা।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে গণমাধ্যম সত্য কথা বলতে পারে না। ডিজিটাল আইন, সেই আইন-এই আইন করে আজকে বাংলাদেশের গণমানুষের মুখকে চেপে ধরা হয়েছে। আসল কোনো সংবাদ দেশের মানুষ পায় না। আজকে দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কী অবস্থা দেশের মানুষের সেটা আজকে পত্র-পত্রিকা-মিডিয়াতে রিফলেক্ট হচ্ছে না। ’

 

তিনি বলেন, ‘সেদিন এক মন্ত্রী বলেন, কী সুন্দর আবদার। কিছুদিনের মধ্যে বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে আপনারা প্রস্তুত থাকেন। চিন্তা করতে পারেন কত বড় সাহস এ অবৈধ আওয়ামী লীগ সরকারের, বড় বেহায়া এ আওয়ামী লীগ সরকার। যেহেতু ওরা মানুষের ভোটে ক্ষমতায় আসেনি, সেহেতু তারা মানুষের কথা চিন্তা করে না। ’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com