অনতিবিলম্বে আ.লীগ সরকারের পদত্যাগ চাই: মোশাররফ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আজকে সময়ের দাবি, জনগণের দাবি এ সরকারকে হটাতে হবে। আমরা এ সমাবেশ থেকে বলতে চাই, দাবি করতে চাই, অনতিবিলম্বে এ সরকারের পদত্যাগ চাই, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন চাই।
শনিবার (২৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত স্বাধীনতার র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ বলেন, ‘এমন নির্বাচন দিতে হবে যে নির্বাচনে ইভিএম ব্যবহার হবে না। দেশের জনগণ নিজের হাতে ভোট দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করবে। জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই ভবিষ্যতে এদেশের যত সংকট সব সমস্যার সমাধান করবে। ’
সরকারের পতনের জন্য দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামের প্রস্তুতি গ্রহণ করারও আহ্বান জানান বিএনপির এ বর্ষিয়ান নেতা।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আজকে গণমাধ্যম সত্য কথা বলতে পারে না। ডিজিটাল আইন, সেই আইন-এই আইন করে আজকে বাংলাদেশের গণমানুষের মুখকে চেপে ধরা হয়েছে। আসল কোনো সংবাদ দেশের মানুষ পায় না। আজকে দেশে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কী অবস্থা দেশের মানুষের সেটা আজকে পত্র-পত্রিকা-মিডিয়াতে রিফলেক্ট হচ্ছে না। ’
তিনি বলেন, ‘সেদিন এক মন্ত্রী বলেন, কী সুন্দর আবদার। কিছুদিনের মধ্যে বিদ্যুতের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে আপনারা প্রস্তুত থাকেন। চিন্তা করতে পারেন কত বড় সাহস এ অবৈধ আওয়ামী লীগ সরকারের, বড় বেহায়া এ আওয়ামী লীগ সরকার। যেহেতু ওরা মানুষের ভোটে ক্ষমতায় আসেনি, সেহেতু তারা মানুষের কথা চিন্তা করে না। ’
র্যালিতে হেঁটে অংশ নেন- বিএনপির মহাসচিবসহ ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, আবুল খায়ের ভূঁইয়া, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামারুজ্জামান রতন, নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, এ বি এম মোশাররফ হোসেন, আমিরুল ইসলাম আলীম, শামীমুর রহমান শামীম, সেলিমুজ্জামান সেলিম, আনিসুর রহমান তালুকদার খোকন, রাজিব আহসান, আকরামুল হাসান, অঙ্গসংগঠনের মহানগরের আমিনুল হক, হাবিবুর রশীদ হাবিব, ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, সাইফুল আলম নিরব, সুলতান সালাউদ্দিন টুকু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, হাসান জাফির তুহিন, শহিদুল ইসলাম বাবুল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম মাহতাব, শাহ নেসারুল হক, নজরুল ইসলাম তালুকদার, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।