বিএনপির শোভা যাত্রায় নেতাকর্মীদের ঢল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শোভা যাত্রায় দলটির নেতাকর্মীদের ঢল লক্ষ্য করা গেছে।
বিকেল তিনটায় শোভাযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর একটার পর থেকেই রাজধানীর বিজয়নগর মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের সড়কে লোকে লোকারণ্য হয়ে যায়। বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শোভা যাত্রায় যোগ দিচ্ছেন। দুই পাশের রাস্তায় বন্ধ রয়েছে সব ধরনের যানবাহন। শোভা যাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে দিয়ে ঘুরে এসে আবার নয়াপল্টনে এসে শেষ হবে।
এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতি শুরু হয়। ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। শোভা যাত্রায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় পর্যায়ের সকল প্রকার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।