মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নয়াপল্টনে শোভা যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শোভা যাত্রার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শনিবার (২৬ মার্চ) বিকেল তিনটায় শোভাযাত্রা শুরু হবে যা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।
বিএনপি’র দপ্তরে নিযুক্ত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইতিমধ্যেই সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রা উপলক্ষে প্রস্তুতি শুরু হয়েছে। ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে। শোভাযাত্রায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় পর্যায়ের সকল প্রকার অঙ্গ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা অংশ নেবেন।