বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘রণাঙ্গনে জিয়া’ নামে চিত্রকর্ম
জিয়াউর রহমানের ওপরে ‘রণাঙ্গনে জিয়া’ নামে চিত্রকর্ম স্থান পেয়েছে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে।
শুক্রবার (২৫ মার্চ) প্রয়াত নেতা খন্দকার আহাদ আহমেদের সহধর্মিনী শায়লা ইসলাম এ চিত্রকর্মটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করেন।
এ সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, জি-নাইনের সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ান্থ ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
খন্দকার আহাদ একজন শিল্পীকে দিয়ে এ চিত্রকর্মটি তৈরি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য। গত বছরের ২১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। ফলে এ চিত্রকর্মটি তার সহধর্মিনীর কাছে ছিল, যা শুক্রবার দলের কাছে হস্তান্তর করলেন বলে জানান ডা. সায়ান্থ।
আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও দলের পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটি ও ‘জি-নাইন’ এর সদস্য ছিলেন।