আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করতে হবে: খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সরাসরি মুক্তিযুদ্ধবিরোধী কাজ করেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হবে আরাফাত রহমান কোকো ক্রিয়া সংসদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খসরু বলেন, আজ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বেচা-কেনা করছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি দাবি করে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের ভোটে অধিকার কেরে নিয়ে দেশের গণতন্ত্র হরণ করে, আইনের শাসন কেরে নিয়ে,গণমাধ্যমে অধিকার কেড়ে নিয়ে আজ তারা সরাসরি মুক্তিযুদ্ধবিরোধী কাজ করেছে। তাদেরকে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করতে হবে।
তিনি বলেন, দেশ আজ সরাসরি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একপক্ষ হচ্ছে গণতন্ত্র নিয়ে কথা বলে আর একটা পক্ষ হচ্ছে সম্পূর্ণরূপে এর বিরোধিতা করে। তারা ভুল পথে চলছে। আর আমরা সঠিক পথে চলছি।