গুলশানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
জাতীয় গণহত্যা দিবস নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘২৫ মার্চ সেই ভয়াল কালো রাত্রি’ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এটা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এতে বক্তব্য রাখবেন।