মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দুই নেতার সাক্ষাৎ
বিএনপির কেন্দ্রীয় দপ্তরে জায়গা পাওয়া দুই নেতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ওই দুই নেতা হলেন- শরিফুল ইসলাম এবং আব্দুস সাত্তার পাটোয়ারী।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে এই দুই নেতা মির্জা ফখরুলের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার সকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে শরিফুল ইসলাম এবং আব্দুস সাত্তার পাটোয়ারী তাদের আশীর্বাদ নিয়েছেনি।
এ বিষয়ে আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, নতুন পদ আমার জন্য নতুন দায়িত্ব রূপে ধরা দিয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে নতুন পদে পদায়ন করেছেন, আমি আমার সামর্থ্যের সবটুকু দিয়ে সেটা পালন করার চেষ্টা করবো। সেই সঙ্গে আমার চেষ্টা থাকবে দলকে নিজের সবটুকু উজাড় করে দেওয়ার। আমি মনে করি আমাদের সামনে কঠিন থেকে কঠিনতর সময় অপেক্ষা করছে। ঠিক এমন একটি সময়ে দলের দপ্তরে কাজের সুযোগ আমার জন্য অবশ্যই একটি পরীক্ষা এবং অবশ্যই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই।