নির্বাচনকে সামনে রেখে দেশে ভোট চোরদের পায়তারা শুরু হয়েছে: আমীর খসরু

0

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে ভোট চোরদের পায়তারা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ভোট চোরদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার (২৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, যে কোনো মূল্যে আমাদের যে আন্দোলন শুরু হয়েছে তা সফল করতে হবে, আগামী নির্বাচনকে সামনে রেখে ভোট চোরদের পায়তারা শুরু হয়েছে। এদের প্রতিহত করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, সব দেশে মুক্তিযুদ্ধের ইতিহাস এক উজ্জ্বল দৃষ্টান্ত, সবসময় ইতিহাসকে সমুন্নত রাখার চেষ্টা করে। বিশ্বের কোনো দেশে মুক্তিযুদ্ধকে বেচাবিক্রি করার কালচার নেই। একমাত্র বাংলাদেশে মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনৈতিক বেচাবিক্রি ও এটাকে পুঁজি করে বেঁচে থাকতে চায়। আর এটা ক্ষমতাসীনরা যখন করে তখন সেটা ইতিহাস তো হয় না, এটা প্রোপাগান্ডা হতে পারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com