বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করবে বিএনপি
আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২১ মার্চ) রাতে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।