দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুন্সীগঞ্জ জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে মুন্সীগঞ্জ জেলা বিএনপি।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপিটি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাই। জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপস্থিত না থাকায় তার পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আখিনুর জাহান নিলা।

স্মারকলিপি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ থানা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন আহমেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান থানা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ. কে.এম. ইরাদত হোসেন, লৌহজং থানা বিএনপির সভাপতি শাহজাহান খান, ঢাকা বিভাগীয় যুবদল কমিটির সহ-সভাপতি মো: মুজিবুর রহমান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর মল্লিক রিপন প্রমুখ।

বর্তমান বাজারে চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, মরিচ, গুড়োদুধ, শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের মাঝে। মোটা চাল ৬০ টাকা, চিকন চাল ৮০ টাকা, আটা ৫০ টাকা, ভোজ্য তেল ১৮০ টাকা, মসুর ডাল ১৩০ টাকা, গুড়ো দুধ ৬৫০ টাকা এবং কাচা মরিচ ১০০ টাকার নিচে নামছে না। মূল্যের লাগাম টেনে ধরা উচিত বলে মনে করছেন উপস্থিত বিএনপির নেতাকর্মীরা। ক্ষুধা, অনাহার, অর্ধাহারে বিপন্ন দেশের মানুষকে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উদ্ধার করার জোর দাবি জানিয়েছেন স্মারকলিপি দিতে আসা বিএনপির নেতাকর্মীরা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com