গাইবান্ধা জেলা বিএনপি’র স্মারকলিপি প্রদান
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা জেলা বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।মঙ্গলবার (২২ মার্চ) দুপুর ১২ টায় শহরের সার্কুলার রোডে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।
অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন। জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক দলটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোরশেদ হাবিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুর, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, শহর বিএনপির সদস্য সচিব লোটাস খান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।