ক্রিকেটার মোশাররফ রুবেলকে দেখতে হাসপাতালে ইশরাক

0

হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলকে দেখতে গেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

সোমবার (২১ মার্চ) হাসপাতালে উপস্থিত হয়ে আইসিইউতে ভর্তি মোশাররফ রুবেলের খোঁজ নেওয়ার পর তার জন্য দেশবাসীর কাছে দোয়া চান ইশরাক।

এসময় দলমত নির্বিশেষে প্রতিটি খেলোয়াড়কে মর্যাদা ও সম্মানের সঙ্গে মূল্যায়নের আহ্বান জানান তিনি। পরে মহান আল্লাহর কাছে মোশাররফ রুবেলের আরোগ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।

তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের পরিচালক ফাহাদ আহমেদ শিকদার।

মোশাররফ হোসেন রুবেল দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়লে ঘরোয়া ক্রিকেট থেকেও ছিটকে পড়েন তিনি।

পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান। সেখানে দফায় দফায় কেমোথেরাপির পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন। এরপর আবার টিউমার দেখা দেয়। পরে দীর্ঘদিন ভারতের একটি হাসপাতালে তার চিকিৎসা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com