দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের সঙ্গে তামাশা করছে সরকার: শাহজাহান
দ্রব্যমূল্য বাড়িয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
বিএনপির সাবেক মহাসচিব কেএম ওবায়দুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
ফরিদপুরের নগরকান্দায় লস্করদিয়া ইউনিয়নের কালিবাড়ি ডেইরি ফার্ম মাঠে সোমবার বিকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় শাহজাহান বলেন, এক দফা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এর জন্য ঐক্য ঐক্য ঐক্য চাই, ঐক্য ছাড়া উপায় নাই। এ সরকারের পতন ঘটিয়ে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দ্রব্যমূল্য বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে।
নগরকান্দা উপজেলা বিএনপির আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোদাররেস আলী ঈসা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।