মওদুদ আহমদ কখনো লক্ষ্যচ্যুত হননি: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ তার রাজনৈতিক ও কর্মজীবনে কখনো লক্ষ্যচ্যুত হননি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
মওদুদ আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, মওদুদ আহমদ ছিলেন জ্ঞানী, ধৈর্যশীল, স্বল্পভাষী ও ভালো শ্রোতা। একই সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, লেখক ও দেশ পরিচালনায় দক্ষ ব্যক্তি। এই গুণগুলো থাকা রাজনৈতিক অঙ্গনে জরুরি।
গতকাল রোববার (২০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। প্রয়াত মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুব আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
মওদুদ আহমদকে স্মরণ করে গয়েশ্বর বলেন, কিছু মানুষের জন্ম হয় কিছু সৃষ্টির জন্য, কিছু রেখে যাওয়ার জন্য। মওদুদ আহমদ তেমনই একজন।
পরে মওদুদ আহমদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।