বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন? শেখ হাসিনার করা প্রশ্নের জবাবে যা বললেন রিজভী
বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে তার খুব আফসোস, খুব টেনশনে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিএনপির প্রধানমন্ত্রী তো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সরকার চালাবে তারা। আপনি বরং নিজের ঘর সামলান, আপনার পরে আওয়ামী লীগের সভাপতি হবে কে হবে সেটা ভাবুন।
রবিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে নগরের ৩০টি ওয়ার্ডে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘যে আওয়ামী লীগ খুন, গুম হত্যা করেছে, এই ১০ বছরে ১১ লাখ কোটি টাকা পাচার করে বেগমগঞ্জ গড়ে তুলেছে দ্বিতীয় হোম করেছে মালয়েশিয়ায়। আপনাদের অন্যায়-দুনীতি নিয়ে জনগণের পাশে দাঁড়াবেন কীভাবে? তখন কে আপনাদের নেতৃত্ব দেবে? এটা আগে চিন্তা করেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতা নেওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত ১২-১৩ বছরে দাম বাড়তে পারে দুই তৃতীয়াংশ। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে ৯০ শতাংশ, ১০০ শতাংশ, ৮০, ১৪৪ এবং ২৬৪ শতাংশ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন। বিদ্যুতের দাম ৯০ শতাংশ, গ্যাসের দাম ১৪৪ শতাংশ, পানির দাম ২৬৪ শতাংশ বাড়ানো হয়েছে। এর কারণ এই সরকারের জনগণের প্রতি কোনো মায়াদয়া নেই।’
তিনি আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। আপনার যদি সাহস থাকে তবে একটি স্বচ্ছ নির্বাচন দিন। তার পর দেখা যেত জনগণ কাকে ভোট দেয় আর কাকে চায়।’
বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, ঢাকা বিভাগীয় টিম প্রধান জাকির হোসেন নান্নু, যুবদল বরিশাল বিভাগীয় টিম প্রধান মোনায়েম মুন্না, মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, জেলা দক্ষিণ বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্ট, জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম প্রমুখ।