টাইগারদের জয়ে মির্জা ফখরুলের অভিনন্দন

0

দক্ষিণ আফ্রিকার মাটিতে দেশটির ক্রিকেট দলকে হারানোয় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ মার্চ) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং শায়রুল কবির খান মহাসচিবের এ অভিনন্দন বার্তার কথা জানান।

তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট দল জয়লাভ করায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় দলের খেলোয়াড়সহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এসময় এমন জয়ের ধারাবাহিকতা থাকবে বলেও তিনি প্রত্যাশা করেন।

দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (১৮ মার্চ) স্বাগতিকদের ৩৮ রানে হারায় তামিম ইকবাল নেতৃত্বাধীন টাইগাররা। দক্ষিণ আফ্রিকাকে তাদের দেশের মাটিতে ওয়ানডেতে এবারই প্রথম হারালো বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

টস: দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ: ৩১৪/৭, ৫০ ওভার (সাকিব আল হাসান ৭৭, লিটন দাস ৫০, ইয়াসির আলি রাব্বি ৫০, তামিম ইকবাল ৪১, মাহমুদউল্লাহ ২৫, মিরাজ ১৯*; মার্কো জানসেন ২/৫৭, কেশভ মাহারাজ ২/৫৬, রাবাদা ১/৫৭)।

দক্ষিণ আফ্রিকা: ২৭৬/১০, ৪৮.৫ ওভার (রাশি ফন ডার ডুসেন ৮৬, ডেভিড মিলার ৭৯, টেম্বা বাভুমা ৩১, কাইল ভেরাইনি ২১, কেশভ মারাহাজ ২৩, লুঙ্গি এনগিদি ১৫*; মেহেদী হাসান মিরাজ ৪/৬১, তাসকিন আহমেদ ৩/৩৬, শরিফুল ২/৪৭, মাহমুদউল্লাহ ১/২৪)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com