কেউ সিনেমাটি দেখতে যাবেন না, মমতার হুঁশিয়ারি

0

বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। গেল ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর বিতর্কে জড়ালেও দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী সিনেমাটি দেখতে অর্ধ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। এদিকে সেই সিনেমাটি ‘না দেখতে’ কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার (১৬ মার্চ) বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ সিনেমাটি দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায়, তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনো দিন সত্যি হবে না।’ যদিও সেই বক্তব্যে তিনি একবারের জন্যও সিনেমাটির নাম উল্লেখ করেননি। তবে তিনি যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেই ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ওদের অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না, বিশ্বাসও করবেন না।’

বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে সিনেমাটি করমুক্ত করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ সিনেমাটিকে ‘বিজেপির ছবি’ হিসেবে তকমা দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com