গুম-খুন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না: গয়েশ্বর
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেছেন, মুদ্রা পাচারের সাথে জড়িতদের বিচার হবে জনতার আদালতে।
তিনি বলেন, গত ১২ বছরে গুম, খুন, মুদ্রা পাচার, লুটপাট অনেক করেছেন। ১০ লাখ কোটি টাকা পাচার করেছেন। এখনো সময় আছে। জনগণের কাছে মাফ চান। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। দেশে থাকার পরিবেশ সৃষ্টি করুন। বিএনপিকে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে লাভ নেই। হত্যা, গুম খুন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। হাতে সময় নেই। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের নেতৃত্বে যুদ্ধ করে হাসিনা সরকারের পতন ঘটানো হবে।
তিনি সরকারি কর্মকর্তা কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, মনে রাখবেন আপনারা জনগণের কর্মচারী এবং তারাই বেতনভাতা দেয়। কিন্তু অনেকে নিজেকে সরকারি দলের কর্মচারী মনে করেন।
তিনি প্রশ্ন করেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকবে না তখন আপনারা কোথায় যাবেন? তাই জনগণের মুখোমুখী হবেন না। আপনারাও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার যুদ্ধে শামিল হোন। বিএনপি নেতা ইলিয়াস আলীর মতো গণতন্ত্র গুম হয়ে গেছে। একে খুঁজে বের করতে হবে। বিএনপি দলের মধ্যেও গণতন্ত্র চর্চা করে। তাই গোপন ব্যালটে তৃণমূল নেতা নির্বাচন করছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হয় আওয়ামী লীগকে শিখতে হবে।
তিনি আরো বলেন, মার্চ মাস মানেই আমি মেজর জিয়া বলছি। জিয়ার ঘোষণায় দেশ স্বাধীন হয়েছে। অথচ তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় চার বছর ধরে কারাগারে রাখা হয়েছে। তিনিও ৯ বছর আন্দোলন করে এরশাদ সরকারের পতন ঘটিয়েছিলেন । এরপর থেকে আজো গণতন্ত্রের জন্য যুদ্ধ করছেন।
তিনি গতকাল শনিবার শহরের কেন্দ্রীয় ইদগাহে অনুষ্ঠিত বগুড়া শহর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।