বিএনপি ক্ষমতায় থাকাকালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই ছিল: আফরোজা আব্বাস

0

বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেই ছিল বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেছেন।

তিনি বলেন, দেশে এখন ৭৪-৭৫ সালের মতো দুর্ভিক্ষ চলছে। এখন আমরা একদিনের খাবার দুইদিনে খাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ মোটেও ভালো নেই।

তিনি দাবি করেন, সরকারী দলের সীমাহীন লুটপাটের ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা এখন সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছি। অথচ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল।

জাতীয়তাবাদী মহিলা দল কিশোরগঞ্জ শাখার সভাপতি লায়লা বেগম এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ। মহিলা দলের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে জেলার ১৩ উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com