আ.লীগ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না: আফরোজা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, ‘আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন’। আমরা আপনাদের সাজানো নির্বাচন কমিশন চাই না।
আপনারা যতই নির্বাচন কমিশন সাজান, আপনাদের অধীনে কখনই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের সন্ধ্যা কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের সাংগঠনিক মতবিনিময় সভায় আফরোজা আব্বাস একথা বলেন।
তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া মানে গণতন্ত্র’। খালেদা মানেই ভোটের অধিকার। আমরা দেশের মানুষ নিরাপত্তা চাই। আমরা দেশের মানুষ ভালো থাকতে চাই। সবাই চায় আপনাদের পদত্যাগ। আপনারা পদত্যাগ করুন। জনগণ রেগে গেলে, আপনারা পালানোর পথ পাবেন না। ’
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিভাগীয় মহিলা দলের টিম প্রধান জাহান পান্না, রাজশাহীর বিভাগীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সদস্য সচিব মাসউদা হক সুচী, নেত্রী দিলশান তহমিনা বেগমসহ অনান্যরা।
মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের সদস্য শাহনাজ খাতুন।