নারী দিবসে ঢাবি ছাত্রদলের দেয়ালিকা উন্মোচন

0

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে নারীর উন্নয়নে খালেদা জিয়ার অবদান সম্বলিত দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংগঠনটির ঢাবি শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আকতার হোসেনের নেতৃত্বে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত দেয়ালিকায় ক্ষমতায় থাকাকালীন তার নারী উন্নয়নে গৃহীত কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

প্রদর্শনীতে খালেদা জিয়ার অবদানের মধ্যে উল্লেখ আছে দি এশিয়ান ইউনিভার্সিটি অব উইমেন প্রতিষ্ঠা, যৌতুক বিরোধী আইন, ধর্ষণ ও এসিড সন্ত্রাস বিরোধী আইন, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নারী কোটা প্রণয়ন, ৭৫ বছর বয়সেও গণতন্ত্রের জন্যে সংগ্রাম, প্রশাসনে নারীর ক্ষমতায়ন, বাধ্যতামূলক প্রাথমিক স্তরে শিক্ষাগ্রহণ ও মাদার অব ডেমোক্রেসি।

প্রদর্শনীর ব্যাপারে আকতার হোসেন বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের নারী শিক্ষা, মুক্তি, উন্নয়ন ও ক্ষমতায়নের রূপকার, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানকে শ্রদ্ধার সাথে আন্তর্জাতিক নারী দিবসে স্বরণ করছি এবং তার নিঃশর্ত মুক্তির দাবি করছি।

দেয়ালিকা উন্মোচনের সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান রনি, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মো: হাসানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান খন্দকার অনিক, মো: আল-আমিন, হাজী মুহাম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সিনিয়র সহ সভাপতি দ্বীন ইসলাম, হাজী মুহাম্মদ মুহসীন হলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিকসহ আরো নেতাকর্মী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com