ঢাকায় ক্যাসিনো আছে জেনেও ব্যবস্থা নেয়নি পুলিশ
রাজধানীতে ক্যাসিনোর অস্তিত্ব সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানতে পারে ২০১৭ সালের জুনে। পরের বছরের মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি সাধারণ ডায়েরি করে পল্টন থানায়। তারপরও ক্যাসিনোগুলো বন্ধে কোনো উদ্যোগ নেয়নি পুলিশ। পুলিশেরই একাধিক দায়িত্বশীল সূত্র বলেছে, ক্যাসিনোগুলো চলছিল রাজনীতিক ও পুলিশের যৌথ উদ্যোগে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ জুন জননিরাপত্তা বিভাগের তৎকালীন উপসচিব তাহমিনা বেগম পুলিশ সদর দপ্তরকে ক্যাসিনো–সম্পর্কিত একটি অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে চিঠি পাঠান। অভিযোগটি করেছিলেন মোহাম্মদপুরের আজিজ মহল্লা এলাকার বাসিন্দা মোবারক খান। চিঠিতে তিনি লেখেন, একটি অসাধু চক্র কয়েক মাস ধরে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফু-ওয়াং ক্লাব, ধানমন্ডি ক্লাব, সৈনিক ক্লাব, উত্তরা ক্লাব, এজাজ ক্লাব, কলাবাগান ক্লাব ও পুরানা পল্টনে অবস্থিত জামান টাওয়ারে (১৪ তলায়) দীর্ঘদিন ধরে ক্যাসিনো চালাচ্ছে। এসব ক্যাসিনোয় অবৈধ মাদক বিক্রি ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।