অনুষ্ঠান থেকে ফেরার পথে বিএনপি নেতাদের ওপর হামলা

0

মানিকগঞ্জের দৌলতপুরে বিএনপি নেতাদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলীয় এক নেতার বাবার মৃত্যুবার্ষিকী থেকে ফেরার পথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীরের গাড়িবহরে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ৬টি ব্যক্তিগত গাড়ি ও ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার জন্য ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, মানিকগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলাম ও জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক। এর মধ্যে শহীদুল ও ওমরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দৌলতপুর উপজেলার দুর্গম চর বাঁচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনূছ আলী শেখের বাবার মৃত্যুবার্ষিকী ছিল। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এ কবির জিন্নাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে ওই অনুষ্ঠানে যোগ দিতে ৬টি প্রাইভেটকার ও একটি মাইক্রেবাস এবং অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে দৌলতপুরে যান। দুর্গম চরে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় স্থানীয় জৈন্তা বাজারে গাড়িগুলো রেখে যান।

BNP

অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে জৈন্তা বাজারে আসার পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com