ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাজ্যের
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনবিসি।
হাউজ অব কমন্সে দেওয়া ভাষণে বরিস জনসন বলেন, যুক্তরাজ্য শিগগিরই ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেবে। রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণাত্মক আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সামরিক সহায়তার পাশাপাশি ইউক্রেনকে অর্থনৈতিক সহায়তাও দেবে যুক্তরাজ্য। বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস এ ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, ইউক্রেনের অর্থনীতিকে স্থিতিশীল করতে এবং রাশিয়ার সামরিক আগ্রাসনের প্রভাব প্রশমিত করতে সাহায্য করার জন্য ৫০০ মিলিয়ন ডলার পর্যন্ত ঋণের গ্যারান্টি দেবে যুক্তরাজ্য।
লিজ ট্রাস বলেন, ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন জানাতে যুক্তরাজ্য তার অর্থনৈতিক দক্ষতা এবং শক্তি ব্যবহার করছে।
তিনি বলেন, ব্রিটিশ সরকারের দেওয়া গ্যারান্টিগুলো ইউক্রেনে গুরুত্বপূর্ণ পুঁজি প্রবেশে সাহায্য করতে পারে। একইসঙ্গে এটি দেশটির অর্থনীতিকে রুশ আগ্রাসনের ঝড় মোকাবিলায় সহায়তা করতে পারে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যক্ষ অর্থনৈতিক সহায়তা, প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ এবং আক্রমণের জন্য ভুয়া অজুহাত তৈরির রুশ অপচেষ্টার মুখোশ উন্মোচন করতে প্রস্তুত।’