রাশিয়ার সেনারা ‘শান্তিরক্ষী নয়’: জাতিসঙ্ঘ

0

পূর্ব ইউক্রেনে পাঠানো রাশিয়ার সৈন্যরা ‘মোটেই শান্তিরক্ষী নয়’ বলে মন্তব্য করেছেন জাতিসঙ্ঘের প্রধান আন্তোনিও গুতেরেস। তিনি মনে করেন রাশিয়ার এই পদক্ষেপ দেশটিকে আর্থিকভাবে দুর্বল করবে এবং তাদের নাগরিকদের অনাহারে ফেলবে। কারণ পশ্চিমারা মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সেনা মোতায়েনের মাধ্যমে আক্রমণের সূচনা করেছে রাশিয়া’। তাই রাশিয়ার উপর প্রথমধাপের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বাইডেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যদি রাশিয়া আরো এগিয়ে যায়, আমরা আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত আছি। প্রতিবেশীদের ভূখণ্ডে নতুন তথাকথিত দেশ ঘোষণা করার অধিকার দিয়েছে কে? এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

বাইডেন জানান, নিষেধাজ্ঞাগুলোর মধ্যে রাশিয়ার সার্বভৌম ঋণের পাশাপাশি দুটি বড় রাশিয়ান আর্থিক প্রতিষ্ঠান পড়বে। আমরা রাশিয়ার অভিজাত ও তাদের পরিবারের সদস্যদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করব। তারা ক্রেমলিন নীতির দুর্নীতির অংশগুলো ভাগ করে নেয় । তাই তাদের বেদনারও অংশীদার হওয়া উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, নর্ড স্ট্রিম ২ গ্যাস পাইপলাইনটি যেন আর সামনে না এগোয়, সেটি নিশ্চিত করতে জার্মানির সঙ্গে কাজ করবেন তিনি। তিনি আরও বলেন, রাশিয়া যদি আগ্রাসন অব্যাহত রাখে তাহলে দেশটিকে এর চেয়েও কঠোর মূল্য দিতে হবে।

সূত্র : আলজাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com