শেষ পর্যন্ত হাল ধরলেন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া!

0

সংগ্রামী স্বাধীনতার পরপরই যখন বিভক্ত ও রক্তাক্ত বাংলাদেশ-তখন দেশের হাল ধরেন মহান মুক্তিযুদ্ধের মহান বীর জিয়াউর রহমান তাঁর দূরদর্শী ও সাহসী নেতৃত্বেই বিশ্বের বুকে হিমালয়ের মতো দাঁড়িয়ে যাচ্ছিল যুদ্ধে বিধ্বস্ত বাংলাদেশ কিন্তু ঠিক তখনই অদৃশ্য যড়ষন্ত্রে শাহাদাৎ বরণ করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

শেষ হলো এক নক্ষত্রের-নেতৃত্ব শূন্য হয়ে গেল গোটা বাংলাদেশ-দেশের আকাশে এ যেন এক কালো মেঘ জাতিকে তাড়া করছে এক অশনিসংকেত অকালে স্বামীকে হারিয়ে শোকাহত ও হতভম্ব গৃহবধূ স্ত্রী ক্ষোপে-অভিমানে অবুঝ দুই শিশু সন্তানকে নিয়ে দেশছাড়ার সিদ্ধান্ত।

কিন্তু জাতি তাকে ছাড়লো না তাদের একদফা দাবি-নেতৃত্ব শূন্য জাতির হাল ধরতে হবে তাকেই নেতাকর্মী আর দেশবাসীর প্রবল চাপে শেষ পর্যন্ত হাল ধরলেন দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া….!!

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.