ছেলে হত্যার মামলা না নিয়ে উল্টো খারপ ব্যবহার করে তাড়িয়ে দিলেন থানার ওসি

0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সন্তানের মরদেহ সামনে নিয়ে সড়ক অবরোধ করেছেন বাবাসহ এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে উপজেলার হরিপুর-হবিগঞ্জ উপজেলার মাধবপুর আঞ্চলিক সড়ক অবরোধ করা হয়।

এর আগে সোমবার দুপুরে ট্রাকচাপায় মারা যায় রাসেল মিয়া। সে হরিপুর সুন্নিয়া আলিয়া মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার হরিপুর ইউনিয়নের টেকপাড়ার মো. আওয়াল মিয়ার ছেলে রাসেল।

নিহতের বাবা আওয়াল মিয়ার অভিযোগ, মাটি নিয়ে সড়ক নষ্ট করায় স্থানীয় একটি ইটভাটার মালিক কাপ্তান মিয়াকে বাধা দেই। পরে কাপ্তান মিয়া আমাকে হুমকি দেন। ট্রাকের সামনে যা পড়বে সব মাটির সঙ্গে পিষে দিতে তার লোকজনকে বলেন। সোমবার দুপুরে ট্রাকচাপায় আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, রাতে মামলা করতে নাসিরনগর থানায় যাই। সেখানে আমার লেখা মামলা না নিয়ে থানার (ওসি) খারাপ ব্যবহার করে আমাকে তাড়িয়ে দেয়। আমার ছেলে হত্যার বিচার চাই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com