খালেদা জিয়ার মুক্তি চেয়ে ঢাবি ছাত্রদলের মিছিল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে রাজধানীতে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
সোমবার সকালে মিছিলটি হাইকোর্ট মাজার গেট থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে এসে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্ব এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মিছিলে অংশ নেয়।
এ সময় মিছিলে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিভিন্ন রকম স্লোগান দেন।