‘হত্যা’র ২৩ দিন অতিবাহিত হলেও মামলা নিচ্ছে না পুলিশ

0

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের পুগলি এলাকার মো: বেল্লাল হোসেনের মেয়ে রোকসানা (২০) ‘হত্যা’র ২৩ দিন অতিবাহিত হয়ে গেলেও মামলা নিচ্ছে না পুলিশ। তাই দ্রুত মামলা নেয়া এবং অভিযুক্তদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে রোকসানার পরিবারের আয়োজনে পুগলী গ্রামে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবারসহ এলাকার কয়েক শ’ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

নিহত রোকসানার মা বলেন, রোকসানাকে তার স্বামী রাকিব বিভিন্ন সময় টাকার জন্য চাপ প্রয়োগ করতেন। মেয়ের সুখের জন্য রাকিবকে আমরা দুই লাখ টাকা ও ২০ হাজার টাকার একটি নতুন মোবাইল ফোন কিনে দেই। এতেও রাকিবের চাহিদা মেটেনি। আমার মেয়েকে বিভিন্ন সময় টাকার জন্য মারধর করতেন তিনি। টাকার জন্যই রোকসানাকে স্বামী রাকিব হত্যা করেছেন।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন রোকসানার মা। তাই হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান তিনি। তিনি আরো বলেন, আমার মেয়েকে হত্যার ২৩ দিন অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত থানা পুলিশ আমাদের মামলা নেয়নি। এলাকাবাসী রোকসানার মায়ের এই দাবির সত্যায়ন করেন।

নিহতের চাচা আয়নাল মিয়া বলেন, ঘটনার আগের দিন রাতে আমাদের পরিবারের পক্ষ থেকে রোকসানার সাথে মোবাইল ফোনে কয়েকবার কথা বলার চেষ্টা করলে রাকিব কোনো কথা বলতে দেননি। পরের দিন সকাল বেলা রোকসানা আত্মহত্যা করেছেন বলে আমরা সংবাদ পাই।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি রাতে উপজেলার মোকনা ইউনিয়নের স্বামীর বাড়ী থেকে ঝুলন্ত অবস্থায় রোকসানার লাশ উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ। পরদিন নিহত রোকসানার পরিবার মামলা করতে গেলে থানায় মামলা নেয়া হয়নি এবং এখন পর্যন্ত সে অবস্থায়ই রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com