ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির দূত হওয়ায় শহিদুল আলমকে যুক্তরাষ্ট্র দূতাবাসের অভিনন্দন
যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি-এর ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার অ্যাট লার্জ বা দূত হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশের আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেইজ থেকে এক বার্তায় শহিদুল আলম এবং একই পদে নিয়োগ পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিক মায়া লিনকে অভিনন্দন জানায় দূতাবাস।
শহিদুল আলমকে বাংলাদেশি আলোকচিত্রগ্রাহক, মানবাধিকার কর্মী এবং যুক্তরাষ্ট্র সরকারের বিনিময় কার্যক্রমের প্রাক্তন শিক্ষার্থী উল্লেখ করে দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়ঃ
“ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি-এর ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার অ্যাট লার্জ হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশি আলোকচিত্রগ্রাহক, মানবাধিকার কর্মী ও যুক্তরাষ্ট্র সরকারের বিনিময় কার্যক্রমের প্রাক্তন শিক্ষার্থী শহিদুল আলম এবং সমসাময়িক এশীয়-আমেরিকান শিল্পী মায়া লিনকে অভিনন্দন!”
বব ব্যালার্ড (সাগরের নীচে পড়ে থাকা টাইটানিক জাহাজের আবিষ্কারক), রড্রিগো মেডেলিন (পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে কর্মরত), সিলভিয়া আর্লে (যুক্তরাষ্ট্রের মেরিন বায়োলজিস্ট) এবং প্রয়াত টমাস লাভজয় (যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞান বিষয়ক দূত) এর মতো কিংবদন্তিরা যেমন ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির দূত হিসেবে নিজেদের বিশিষ্ট কাজগুলো অব্যাহত রাখার জন্য সহায়তা পেয়েছেন, তেমনি শহিদুল আলম এবং মায়া লিনও উক্ত সহায়তা পাবেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিশ্বজুড়ে বিজ্ঞান ও শিক্ষা নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির ‘ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার্স অ্যাট লার্জ’ হিসেবে গত বৃহস্পতিবার নিয়োগ দেওয়া হয় বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে।