তখনি শান্তি পাব, যখন রায় কার্যকর হবে: সিনহার বড় বোন

0

বহুল আলোচিত (অব.) মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার করা রায় হয়েছে। রায়ে ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন।

রায় শুনার জন্য জেলা দায়রা আদালতে উপস্থিতি হয়েছিল সিনহার পরিবার। রায়ে মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, রায়ে মূলহোতা প্রদীপ ও লিয়াকতের ফাঁসির আদেশ হওয়ায় আমরা খুশি। আমরা তখনি শান্তি পাব, যখন রায় কার্যকর হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.